About Us

Spread the love

আমি মোঃ জুলহাস পারভেজ। ছোটবেলা থেকেই লেখালেখির উপরে আমার একটা আগ্রহ ছিল সেই থেকেই আমার এই শুভ সকাল রংপুর ওয়েবসাইটি করা। প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মেলানো সময়ের দাবি। এই দাবির চাহিদা মেটাতে হাঁটি হাঁটি পা পা করে ইনশাআল্লাহ এগিয়ে যাবে তথ্য নির্ভর shuvosokalrangpur.com। আশা করি আমার এই সাইটের মাধ্যমে আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা, ক্যারিয়ার, বিনোদন, বেড়ানোর স্থান, আসবাবপত্রসঠিক মূল্য, এয়ারলাইন্স, এয়ারপোর্ট, রেলস্টেশন, রেলগাড়ি, বাস সার্ভিস, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, স্বাস্থ্য, তথ্য ও প্রযুক্তি, ভ্রমণ, হোটেল, ইলেক্ট্রনিক সামগ্রী সম্পর্কে খুব ভালো কিছু আর্টিকেল উপহার দিতে পারব। আমি আশা করি আমার এই লেখাগুলো মনোযোগ দিয়ে পড়বেন এবং আপনাদের মতামত জানাবেন। আমি যদি মনের অজান্তেই লেখার মধ্যে কোন ভুল করে থাকি আশা করি আপনারা আমাকে সেটা জানাবেন আমি যত দ্রুত সম্ভব সংশোধন করার চেষ্টা করব।

আমি জানি আমার চলার পথ যদিও কঠিন তবে অসম্ভব নয়। আমাদের চলার পথে ভিজিটর, শ্রদ্ধাভাজন, বিজ্ঞাপন-দাতা এবং অকৃত্রিম শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহায়তা একান্ত কাম্য।


Spread the love