14 ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ২০২৩, শুভেচ্ছা স্ট্যাটাস উক্তি ও বাণী

14 ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ২০২৩
Spread the love

5/5 - (5 votes)

বিশ্ব ভালোবাসা দিবস 14 ই ফেব্রুয়ারি ২০২৩ শুভেচ্ছা, ফেসবুক স্ট্যাটাস, উক্তি ও বাণী , ভ্যালেন্টাইন্স ডে পৃথিবীতে এই দিবসটি পালন করার ক্ষেত্রে অনেক রকমের ইতিহাস লুকায়িত রয়েছে। যে ইতিহাস গুলোর মধ্য থেকে নির্ধারিত হয় বিশ্ব ভালোবাসা দিবস।বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস এবং কোথায় কখন কোন সময় থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এবং কেন দিবসটি পালন করা হয় ? সকল প্রশ্নের উত্তর জানতে উপস্থাপন করা হল বিশ্ব ভালোবাসা দিবস।
14 ই ফেব্রুয়ারি সাথে যুক্ত বিভিন্ন ভ্যালেন্টাইন এর সাথে জড়িত অনেক শাহাদত কাহিনী রয়েছে। তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের অধীনে নির্যাতিত খ্রিস্টানদের অধীনে সেবা করার জন্য রোমের সেন্ট ভ্যালেন্টাইনের কারাবাসের সাথে একটি প্রাথমিক ঐতিহ্য হিসেবে জেলার এর অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার সুবাদে ভ্যালেন্টাইন এর সাথে সম্পূর্ন সংযুক্ত ছিল।
যা পরবর্তীতে বিভিন্ন আলোচনা-সমালোচনার ভিত্তিতে ভ্যালেন্টাইন ডে উৎপত্তি হয়।এছাড়া 496 খ্রিস্টাব্দে পোপ গেলাসিয়াস দাঁড়া ভ্যালেন্টাইন্স ডের উৎসব 14 ই ফেব্রুয়ারি রোমের সেন্ট ভ্যালেন্টাইনের সম্মানে পালিত হওয়ার জন্য অনুষ্ঠিত হয়েছিল। যিনি 269 খ্রিস্টাব্দে সেই তারিখে মারা যান। দিনটি রোমান্টিক প্রেমের সাথে সংযুক্ত হয়েছিল। 14 তম এবং 15 তম শতাব্দীতে ধারণা গুলি বিকাশ লাভ করেছিল।দিবসটি বসন্তের শুরুর দিকে তারিখ মিল রেখে পালনের ক্ষেত্রে 18 শতকে ইংল্যান্ডে দম্পতিরা তাদের ভালোবাসা প্রকাশের মাধ্যমে একজন আরেকজনকে ফুল উপহার দিয়ে বিভিন্ন মিষ্টান্ন বিতরণ করে এবং ভ্যালেন্টাইন্স ডের বিভিন্ন কার্ড বিতরণের মাধ্যমে প্রকাশ পায় বিশ্ব ভালোবাসা দিবস।যেখান থেকে পরবর্তীতে 19 শতকে এসে ইটালিতে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার প্রতীক হিসাবে বিভিন্ন মাধ্যমে তরুণ-তরুণীরা নবদম্পতিরা তারা প্রকাশ করতে থাকে বিশ্ব ভালোবাসা দিবসের সকল আয়োজন।

ভালোবাসা দিবসের স্ট্যাটাস
তাই ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই তার প্রিয় মানুষকে স্ট্যাটাস, উক্তি, এসএমএস ও ক্যাপশন দিয়ে ইমপ্রেস করতে চায়। তাদের জন্য আজকের এই পোস্টে উল্লেখ করা হয়েছে ভালোবাসা দিবসের স্ট্যাটাস।

আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই চলনাতে নয় ভালোবাসায় ,
আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে ,
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় চিরদিনের জন্য ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে

আরো দেখুন : রোমান্টিক পিক । Romantic picture 2023

ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস ,
তোমার প্রেমে বেঁচে আছি এইতো বিশ্বাস ,
জান আমার জান, তুমি আমার প্রানের মাঝে প্রান ।
@@@ হ্যাপি ভালেন্টাইন্স ডে @@@

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে ,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে ,
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে ,
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে ,
আমি যে ভালোবাসি শুধুই তোমাকে ।
।… হ্যাপি ভ্যালেন্টাইন ডে …।

আমি চাইনা তুমি আমাকে বার বার বলো
আমি তোমাকে ভালোবাসি, কিন্তু
আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো ,
আমি বলছি না তুমি আমাকে অনেক ভালবাসবে
কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও
তোমাকে মন উজার করে ভালবাসতে ।

আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো ,
আমি সেই নউকো হবো যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো ,
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো ,
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুন হবো ,
হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ, তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালবেসো আমায় ।

তুমি.. শুধু.. আমার..
আর.. তো.. কারো… নয়..।
আজকের.. এই.. বিশেষ.. দিনে..
জীবন.. হয়ে.. উঠুক.. ভালোবাসাময়..।
আমি.. যে.. ভালোবাসি.. শুধু.. তোমায়..।
শুভ ভেলেন্টাইন ডে প্রিয়।

 


Spread the love