Contents
বাবাকে নিয়ে স্ট্যাটাস। উক্তি, বাণী, কবিতা, ছন্দ 2023
বাবা আমাদের সবার জীবনের নায়ক। সকলেই অনুসরণ করি বেচে থাকুন পৃথিবীর সকল বাবা। আপনারা যারা পিতা বা বাবা নিয়ে বাণী এখনও খুজে পাননি। আপনারা এখান থেকে খুব সহজেই বাবা নিয়ে বাণী খুজে পাবেন। আমরা আজকের পোস্টে বাবা নিয়ে সেরা বাণী উল্লেখ করেছি। তাই এখান থেকে খুজে নিন বাবা নিয়ে স্ট্যাটাস বা বাবাকে নিয়ে স্ট্যাটাস –
বাবা হলেন সেই মানুষটা, যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে এবং থাকবে।
একজন বাবা হলেন একজন বন্ধু, যার উপর আমরা সর্বদা নির্ভর করতে পারি।
বাবা হলো নিম গাছের মতো। যার পাতা তেতো হলেও ছায়া সবসময় শীতল করে দেয়।
বাবা হলেন আপনার প্রথম বন্ধু এবং আপনার জীবনের শেষ ভালোবাসা।
বাবা মানে, হাজারটা সমস্যার সমাধান এক নিমেষে।
বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি, যার এক ফোঁটা ঘামের মূল দিতে আমরা অক্ষম।
বাবার সবচেয়ে বড় গুণ হল- পকেট খালি কিন্তু কখনই সন্তানকে হতাশ করে না।
বাবা আল্লাহর দেওয়া অনেক বড় এক নেয়ামত, যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায় না।
বাবারা জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো। নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে পরিবারকে সুরক্ষিত রাখে।
বাবাকে ভালোবাসতে পিতৃ দিবস লাগেনা। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই বাবাকে ভালোবাসা যায়।
জনপ্রিয় পোস্ট : বন্ধু/বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা 2023
বাবা নামের সুপার হিরোদের কোনো বিশেষ শক্তি না থাকলেও, তারাই আমাদের আসল সুপার হিরো হয়।
একজন বাবার হৃদয় হল প্রকৃতির এক অপার স্থান। – এন্টনি ফ্রানকোই প্রিভোস্ট
যে কোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার। – অ্যানি গেডেস
একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন। – ফ্রাংক এ. ক্লার্ক
একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ যা দেখে সেই মেয়ে পৃথিবীর অপর সকল ছেলেকে যাচাই করবে। – জর্জ ই. ল্যাং
হয়তো প্রত্যেক মেয়েই তার স্বামীর কাছে রাণী নিয় কিন্তু। প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। – সংগৃহীত
বাবাকে হারানোর মানে মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা। – ইয়ান মার্টেল
বাবা ও মেয়ের মাঝের ভালোবাসা কোনো দূরত্ব মানে না। – সংগৃহীত
বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না। – ড্যান ব্রাউন
প্রত্যেক ছেলেই তার বাবাকে তার কর্মে এবং কথায় বাচিয়ে রাখে। – সংগৃহীত
জনপ্রিয় পোস্ট : জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস / শুভ জন্মদিনের শুভেচ্ছা 2023
বাবা হলো স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি। – সংগৃহীত
একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন। – পিকচার কোটস
মেয়দের কাছে বাবার মানেই ভালোবাসার আরেক নাম। – ফ্যানি ফার্ন
তিনি একা দাঁড়িয়ে ছিলেন না,
তবে তার পিছনে যা দাঁড়িয়েছিল,
তা ছিল তার জীবনের সর্বাধিক শক্তিশালী নৈতিক শক্তি,
তার বাবার ভালবাসা।
আমার কাছে বাবার নাম ছিল ভালবাসার অপর নাম
একজন বাবা সবসময় তার বাচ্চাকে একটি ছোট মহিলায় পরিণত করেন। এবং তিনি যখন মহিলা হন, তিনি আবার তাকে ফিরিয়ে দেন
মৃত বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস
বাবা এই দুই অক্ষরের শব্দের অর্থ সমুদ্রের থেকেও বিশাল। বাবা আমাদের কিন্তু আমাদের মধ্যে অনেকেই বাবার আগে মায়ের স্থান রাখেন। বাবা ও যেমন জীবনে মূল্যবান তেমনি মা ও মূল্যবান। তাই তাদের স্থান সবার উপরে দেওয়া হয়ে থাকে। যাদের বাবা মৃত হয়ে গিয়েছে তারা মৃত বাবাকে নিয়ে এই সকল স্ট্যাটাস গুলো পড়তে পারেন।
যার জীবনে বাবা নেই সেই জানে যে বাবা না থাকার কতটা যন্ত্রনা।
জনপ্রিয় পোস্ট : শীত নিয়ে স্ট্যাটাস। শীত নিয়ে কিছু উক্তি
বাবা সন্তানদেরকে সকল সময় বিপদে আপদে আগলে রাখে। মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
পৃথিবীর সব কিছুর অভাব পূরণ করা যায় কিন্তু বাবা-মার অভাব পূরণ করা যায় না।
বাবা নামক মানুষটা যখন থাকবেনা তখন মাথার উপর ছায়াদানকারী বটবৃক্ষটাও থাকবে না।
যেখানেই থাকো তুমি বাবা দেখা দিয়ে যাও তোমায় নিয়ে আমি অনেক ভাবছি, আমায় ক্ষমা করে দাও।
বাবা তোমায় অনেক মনে পড়ে মনে পড়ে ঘুমের সময় তুমি থাকতে পাশে এখন তুমি নেই বড্ড একা লাগে।
বাবা তুমি কোথায় হারিয়ে গেলে কোন অজানায় ও কোন অচিনপুরে, তোমার ছেলেটা কাঁদছে বাবা বসে আছে একা, কতদিন আমি দেখিনি বাবা তোমায় দেখেনি দুচোখ ভরে।
খেতে গেলে তোমায় অনেক মনে পরে খাওয়ার ওই টেবিলে, নিজের পাতের খাবারগুলো আমায় তুলে দিয়ে বলতে, বাবা তুমি খাও বেশি করে।
বাবাকে হারিয়ে আমি বুঝতে পারছি যে জীবনে কত বড় অবলম্বন টা হারিয়ে ফেলেছি।
পড়তে বসতে গেলে বাবা তোমার খুব মনে পড়ে, বলতে আমাকে তুমি বাবা পড়ো মনোযোগ দিয়ে
যদি তোমার বাবা আছে তবে তুমি পূর্ণ,,,,যদি তোমার বাবা নেই তুমি অপূর্ণ,,,,!!!
বাবা সেই সবসময় সব পরিস্থিতি তে বট বৃক্ষের ছায়ার মতো,,,,!!!
জনপ্রিয় পোস্ট : জুমার দিনের স্ট্যাটাস, জুম্মা মোবারক পিকচার নতুন মেসেজ
বাবা কতো দিন,,,, কতো দিন দেখি না তোমায়,,,!!!
নিজের জীবন ভেঙে সন্তানের জীবন গড়ার লোকটাই হলো বাবা,,,,!!!
বাবা না থাকার কষ্টের স্ট্যাটাস
বাবা আল্লাহর দেওয়া অনেক বড় এক নেয়ামত, যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায়না । আপনারা যারা এখনও বাবাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস খুজে পাননি। তারা এখান থেকে খুব সহজেই বাবাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস খুজে পাবেন। এখানে আমরা সেরা কিছু বাবাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস তুলে ধরেছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে।
একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ যা দেখে সেই মেয়ে পৃথিবীর অপর সকল ছেলেকে যাচাই করবে। বলেছেন- জর্জ ই. ল্যাং।
হয়তো প্রত্যেক মেয়েই তার স্বামীর কাছে রাণী নিয় কিন্তু। প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। বলেছেন- সংগৃহীত।
বাবা এমন একটা শব্দ যেটা নিয়ে বলার বা লেখার ভাষা আমার নেই। বা যা লিখব তা অনেক কম হয়ে যাবে , বা সব কিছু ভাষায় প্রকাশ করতে পার না।।
আমরা মনে করি যে আমাদের জীবনে যাদের বাবা এবং মা আছে তারা খুব ভাগ্যবান এবং এমন অনেক লোক রয়েছে যাদের এই মুহূর্তে তাদের জীবনে বাবা নেই।
মনে রাখবেন বাবা যেই হোন না কেন, তিনি শুধুই বাবা। কিন্তু আমাদের অধিকাংশই মায়েদের প্রতি আচ্ছন্ন। হ্যাঁ, এটা সত্য যে পৃথিবীতে কেউ মায়ের স্থান নিতে পারে না, এমনকি বাবাও নয়।
বাবা নিয়ে ফেসবুক ক্যাপশন
বাবাকে হারানোর মানে মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা। বলেছেন- ইয়ান মার্টেল।
বাবা হলো স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি। বলেছেন-সংগৃহীত।
একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন। বলেছেন – পিকচার কোটস।
মেয়দের কাছে বাবার মানেই ভালোবাসার আরেক নাম। বলেছেন- ফ্যানি ফার্ন।
বাবা ও মেয়ের মাঝের ভালোবাসা কোনো দূরত্ব মানে না। বলেছেন- সংগৃহীত।
বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না। বলেছেন- ড্যান ব্রাউন।
বাবা নিয়ে ফেসবুক ক্যাপশন
বাবা নিয়ে ফেসবুক ক্যাপশন। যারা বাবা নিয়ে ক্যাপশন পেতে চান বা ফেসবুক এ বাবা নিয়ে ক্যাপশন দেওয়ার জন্য খুজেন। তাদের জন্য আমরা এখানে বাছাই করা বাবা নিয়ে ফেসবুক ক্যাপশন দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন বাবা নিয়ে ক্যাপশন –
“ভালোবাসা তো কল্পনায়, আমার বাবা তো বাস্তবে, আমার হৃদয়ে। ” ভালো থেকো প্রিয় বাবা”
“বাবা মানে সাহস, বাবাই আসলে বাস্তব,
হাঁসি খুশির জীবনে, বাবাই মোদের রক্ষক।
বাবাই মোদের সম্পদ।
সব সংগ্রামের স্রষ্টা,
বাবার থেকেই তৈরি, প্রতিটি জীবনের পৃষ্টা।”
References- celebritinetworth
পৃথিবীতে সবাই তোমাকে ভালবাসবে,
সেই ভালোবাসার মাঝে কোনো না কোন প্রয়োজন লুকিয়ে থাকে।
কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালো বাসবে সে হলো বাবা।
আমার বাবা আমার নায়ক ছিল।
আমার যখন প্রয়োজন ছিল তখন তিনি আমার পক্ষে ছিলেন।
তিনি আমার কথা শুনেছিলেন এবং আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন।
তবে বেশিরভাগ ক্ষেত্রে তিনি অনুসরনিয় ছিলেন।
মৃত বাবাকে নিয়ে কবিতা
মনের স্মৃতির জানালা খুলে তোমায় মনে পড়ে,
কোথায় লুকিয়ে আছো তুমি আমায় একা ফেলে।
তোমার মতো করে না কেউ আমায় শাসন,
মনে পরে তোমার দেওয়া বকানি গুলো আজ মনে পরছে ভীষণ।
প্রায়ই আমি স্বপ্নে দেখি এসেছো তুমি ফিরে,
স্বপ্ন শেষে তোমায় আর পাইনা কোথায় খুঁজে।
পড়তে বসে তোমার বাবা খুব মনে পড়ে,
বলতে আমায় বাবা তুমি পড়ো মনোযোগ দিয়ে।
খেতে গেলে মনে পড়ে তোমায় খাওয়ার টেবিলে,
নিজের পাতের খাবার গুলো আমায় তুলে,
দিয়ে বলতে-
বাবা তুমি খাও বেশি করে।
মনে পড়ে তোমায় ঘুমের সময়,
পাশে বসে থাকতে।
না ঘুমানো পর্যন্ত আমার- মাথা টিপে দিতে।
বাবা তুমি কোথায় হারিয়ে গেলে,
কোন অজানায় কোন অচিনপুরে?
তোমায় ছেলে কাঁদছে বাবা- কাঁদছে একা বসে।
কতদিন আমি দেখি নি তোমায়,
দেখি নি দু’চোখ ভরে,
প্রবাসী বাবাকে নিয়ে স্ট্যাটাস
বাবা তুমি কেমন আছ, আছ কোন অজানায়?
তোমার স্মৃতি গুলো আজও আমায়,
অশ্রু জলে ভাসায় ।
আমায় নিয়ে স্বপ্ন তোমার ছিল যত,
সব সুখেরই কল্পনায়, পুষেছি আমি অবিরত।
জীবন ভর এ পথ, পাড়ি দিতে গিয়ে হায়,
বাবা তোমায় বারবারই মনে পড়ে যায়।
আর কতকাল আমি বাবা থাকব একলা তোমায় ছেড়ে,
বল তুমি আমায় একলা ফেলে একাই গেলে চলে।
বাবা তুমি, যেথায় থাকো, ডাক শুনছো কি ?
অসহ্য যন্ত্রণা বুকেবু পুষে আমি বড় একাকি।
ছোট্ট থেকে ঘুমিয়েছি বাবা তোমার বুকে মাথা রেখে,
বিনিদ্র রাত্রি কেটেছে তোমার স্নেহ মাখা স্পর্সে।
সেই দিনগুলি আজ বাবা বড্ড বেশি মনে পড়ে,
ছুটে যেতে তোমার কাছে বড় ইচ্ছে করে।
যেখানেই থাকো তুমি, দেখা দিয়ে যাও,
তোমায় নিয়ে ভাবছি আমি, আমায় ক্ষমা করে দাও।
মৃত বাবাকে নিয়ে কিছু কথা
আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই যে অনেক সন্তান আছেন যারা তাদের বাবা মা কে দেখেন না বা ভরন পোষন দেন না। বাবা মায়ের খোঁজ খবর রাখেন না।
আসলে সেই সকল সন্তান খুবই হতভাগ্য সন্তান। কারণ বাবা থেকেও যে বাবার খেদমত করল না, সে নিজের থেকে জান্নাত হারালো। আপনার যদি বাবা বেঁচে থাকে তাহলে আপনি কখনই এই ভুল করবেন না।
সবচেয়ে অভাগা সেই ছেলে, যার বাবা মা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত নিশ্চিত করতে পারলোনা ।
আপনার জীবনে যে সকল চাওয়া পাওয়া ছিল, বাবা তার জীবন দিয়ে পূরণ করার চেষ্টা করেছেন। আপনার আশে পাশে যারা এ রকম সন্তান রয়েছেন তাদেরকে বাবা দিবসের বাণী শোনাতে পারেন।
প্রত্যেকটি সন্তানের বেড়ে ওঠার পেছনে বাবার মাহাত্ম্য কি তা জানাতে পারেন। সেজন্য আমাদের ওয়েবসাইট থেকে আপনারা বাবা দিবসের বাণী সংগ্রহ করে নিন। যাতে আপনি সহজে ফেশবুক বা সোস্যাল মিডিয়া শেয়ার করতে পারেন।
মৃত বাবাকে নিয়ে ফেশবুক স্ট্যাটাস
বাবা তোমাকে আজ একটি বার দেখার জন্য
হুদয়টা হাহাকার করছে কাউকে বুঝাতে পারছি না।
কেন তুমি চলে গেলে বহু দূরে আমাকে ছেড়ে।
মেঘের ওপারে তো আর নেটওয়ার্ক থাকে না
তাই হয়তো বাবার কল আর আশে না।
বাবা থাকতে বাবার না থাকার কষ্ট যে কতটা
সেই বোঝে যার বাবা নেই।
মা বাবাকে নিয়ে বাংলা ফেসবুক স্ট্যাটাস
বাবার চেয়ে কাউকে যদি লাগে বেশি ভাল,
জেনে রেখো তা ধোঁক।
মায়ের চেয়ে বেশি কাউকে লাগে বেশি আপন,
জেনো তুমি সব থেকে বড় বোকা।
পৃথিবীর সব চেয়ে বড় সুখ কোনটি জানেন?
মা-বাবার আদর।
সব চেয়ে কষ্ট তা কি জানেন?
মা-বাবার চোখের জল।
সব চেয়ে অমুল্য রতন কি জানেন?
আপনার মা-বাবার ভালোবাসা।।
যখনি আপনি পিছন ফিরবেন – দেখবেন বাবা-মা ছাড়া আর কেউ নাই
আর কোন সম্পর্কের গ্যারান্টি নেই।
সবাই আপনাকে ছেড়ে গেলেও বাবা মা কখনও ছেড়ে যাবে না।
কোন শুধু বাবা-মাই তার সন্তানকে – ছেড়ে যেতে পারে না।
বাবাকে নিয়ে ছন্দ
থাকিতে পিতা মাতা – করিও যতন,
হারাইলে বুঝবে সেদিন – হায়রেছো কি রতন।
বাবা-মা এক পৃথিবীর শেষ্ঠ ভালবাসার নাম।
যেটা হারিয়ে গেলে মাত্র মানুষ বুজতে পারে
পৃথিবীতে কত ধরনের মিথ্যে ভালোবাসা রয়েছে।
ভালবাসা মাফতে চান তাহলে-
হাসপাতালে গিয়ে পড়ে থাকলে
দেখতে পাবেন মা-বাবা ছাড়া
কেউ আপনার পাশে নেই।
বাবাকে নিয়ে কিছু কথা
বাবা, সৃষ্টিকর্তার পক্ষথেকে আমাকে দেওয়া সেরা উপহার তুমি বাবা।
বাবা, আমি নিজেও যে জানিনা আমি তোমাযকে কতটা ভালোবাসি।
বাবা, তোমাকে শুভেচ্ছা। আজকের বিশেষ এই দিনটির মতোই আমার জীবনের বিশেষ মানুষ তুমি বাবা. হ্যাপি ফাদার ডে।
বাবা সেতো শুধু একজন মানুষ নন, নয়তো শুধু একটি সম্পর্কের নাম।
বাবার মাঝেই রয়েছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশমান।
বাবা শব্দটা উচ্চারিত হওয়ার সাথে সাথে যে কোন বয়সী সন্তানের হ্রদয়ে কৃতজ্ঞতা শ্রদ্ধা, এবং ভালোবাসার এক অনুভব জাগ্রত হয় ।
একজন বাবা তার সন্তানের জন্য কত রকম ভাবে অবদান রেখে যান,
তার হিসাব কোন মানুষেই কোনদিনও বের করতে পারবে না ।
বাবার ওই পা দুটো কি অন্য সবার চেয়ে অনেক দ্রুত চলতে পারে ?
নাহলে এত বিশাল পথ অল্প সময়ে মধ্যে কিভাবে অতিক্রম করতে পারেন। কিভাবে শক্ত করে সব কিছু আগলে রাখতে পারেন?
বাবার ছায়া বট গাছের ছায়ার চাইতেও অনেক বড় হয়।
কারন বাবার তার সন্তান কে পৃথিবীর সব ধরনের উত্তাপ থেকে রক্ষা করনে ।
বাবার চোখই একমাত্র চোখ যা দেখতে পায় কল্পনার অতীত কোন দুরত্ত ।
তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে সব সময় চিন্তিত থাকেন তিনি।
তোমাকে খুব মিস করছি বাবা
মাঝে মাঝে সবার জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন কারো পরামর্শ খুব জরুরি হয়ে পড়ে। সেই সময়ে পাশে দাঁড়ানোর জন্য আদর্শ ব্যক্তি হলেন একজন বাবা।
স্বাভাবিক গাম্ভীর্যের কারণে বেশির ভাগ মানুষেই বাবার সঙ্গে একটু কম ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে। কিন্তু সেই মানুষটির প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি নেই।
একটু সাহস নিয়েই তাকে কাছে পাওয়ার প্রথম উদ্যোগ নিতে হবে। বাবার মতো বন্ধু পাওয়া সত্যিই কঠিন। ভাগ্যবান তারা যারা তাদের বাবার সাথে বন্ধুত্ব করতে পারে।