Happy New Year,হ্যাপি নিউ ইয়ার 2022 পিক,শুভেচ্ছা বার্তা

happy new year g3632ef58c 1280
Spread the love

5/5 - (7 votes)

Happy New Year, শুভ নববর্ষ 2022 শুভেচ্ছা মেসেজ, শুভ নববর্ষ ওয়ালপেপার, শুভ নববর্ষ SMS ,শুভ নববর্ষ কবিতা, নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছরের এস এম এস, নতুন বছরের কবিতা, Happy new year wishes in Bengali আজ 2021 কে বিদায় করে 2022 নতুন বছরের শুভেচ্ছা এস এম এস ও কবিতা আমি শেয়ার করতে যাচ্ছি। নতুন বছর আমাদের সকলের জন্য নিয়ে আসুক  সুখ এবং শান্তি এই কামনায়। 

happy new year gfe72404df 1280

নতুন বছর দিচ্ছে উঁকি,

আর মাত্র কিছুক্ষণ বাকি।

গাছে গাছে উড়ছে পাখি,

বন্ধু তোমাকে বলে রাখি।

অগ্রীম Happy New Year।

new years day g76050043d 1280

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।

বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।

পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।

নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধিময়..

এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার।

new years day gca3ec36a2 1280

নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন….

বর্ণময়তায় ভরে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়…

সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়…

হ্যাপী নিউ ইয়ার…

symbolize change from 2021 new year 2022 2022 happy new year concept

নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ….

ধর্মাধর্মের বিভেদ…

সুখী হোক সকল পৃথিবীবাসী..

হ্যাপী নিউ ইয়ার…

happy new year ge197439e5 1280

বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে,

একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।

নতুন বছর এসেছে,

তাকে যত্ন করে রেখো,

সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো।

হ্যাপি নিউ ইয়ার 

happy new year g5f68845a6 1280তোমার সব মন খারাপে সঙ্গী আমায় কোরো

তোমার দুঃখ আমায় দিয়ে ঝুলি আমার ভরো!

happy new year 2022 sparkling burning text happy new year 2022 isolated black background beauti

 

আরও পড়ুনঃ Happy new year 2022 English SMS

 

নতুন বছরে শুধুই খুশী তোমায় রাখুক ঘিরে

জেনো আমি আছি পাশে,

একলা হও বা ভিড়ে!

হ্যাপী নিউ ইয়ার.

happy new year 2022 christmas 2022 christmas gifts placed festive atmosphere

তোমার হৃদয়ের খাতে লিখে নাও যে,

নতুন বছরের প্রতিটি দিন হবে খুব সুন্দর আর সফল!

হ্যাপি নিউ ইয়ার 

happy new year g9fdfc7cd4 1280

নিত্য বছর নিত্য দিন,

সবার লাইফটা হোক রঙিন।

পুরনোকে ভুলে যাও আসবে নিত্য কিছু আরও,

পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন কারও।

শুধু ভালবাসা গুলো থেকে যাক ,

সব হৃদয়ে যেমনি ছিল যার,

সবাই কে জানাই আমি —

Happy New Year।

happy new year g914c46ec1 1280

Balance জিরো,নেটওয়ার্ক বিজি,

Call ওয়েটিং মিস’ড কল, নো আন্সার,

Memory ফুল, ব্যাটারি লো ,

এই গুলো হওয়ার আগে

তোমায় জানাই অগ্রিম,

Happy New Year!!

happy new year g6f960d19b 1280

নতুন আলো নতুন ভোর,

আসল বছর কাটল প্রহর।

অতীতের হলো মরণ , নতুন কে কর বরণ !!

পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,

তোমাকে জানাই,

Happy New Year এর প্রীতি ।

pexels cottonbro 3401897

স্বপ্ন সাজাও রঙের মেলায়,

জীবন ভাষাও রঙিন ভেলায়।

ফিরে চল মাটির টানে,

নতুন সুরে নতুন গানে।

নতুন আশা জাগাও প্রানে,

খুঁজে নাও বাচার মানে।

সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

Happy new year 2022 1

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।

মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।

এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন আসো তবে

হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,

ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার

শুভ নববর্ষ।

Happy new year 2022 2

হ্যাপি নিউ ইয়ার * নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু, যা হয়না যেন শেষ,

নতুন বছরের অনেক সুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই SMS ।

নতুন বছরের নতুন সূর্য

বয়ে আনুক আপনার আনন্দ

নতুন বছরের নতুন আলো

জীবন হোক সবার ধন্য

নতুন বছরের নতুন আশা

সবাই মিলে বাধো সুখের বাসা

>>>হ্যাপি নিউ ইয়ার <<<

 


Spread the love