আকাশ ডিসের দাম কত, আকাশ টিভির সুবিধা, আকাশ ডিস চ্যানেল লিস্ট, আকাশ কাস্টমার কেয়ার নাম্বার, আপনি কেন ব্যবহার করবেন এবং DTH কি এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে পড়লে আপনি পুরো বিষয় টা বুজতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে আগের দিনের ক্যাবল ডিস লাইন অপছন্দ করার যথেষ্ট কারন রয়েছে। মূলকরণ গুলো ডিস লাইন অনেক সময় না থাকা, চ্যানেলের ঘাটতি, HD ছবি ও শব্দের না পাওয়া, আপনার ইচ্ছা মতো চ্যানেল না থাকা ইত্যাদি এমন হাজারো সমস্যা আছে ক্যাবল ডিস লাইনে। তবে এই ডিজিটাল যুগে এসব সমস্যা থেকে সমাধান পাওয়ার সবচেয়ে ভালো ডিটিএইচ বা আকাশ ডিস।
চলুন তাহলে জেনে নেয়া যাক আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস সম্পর্কে বিস্তারিত। আরও জানুন আকাশ ডিস এর দাম কত।
Contents
DTH (ডিটিএইচ)কি?
DTH or Direct To Home হল একধরনের টেলিভিশন সেবা যা স্যাটেলাইট থেকে ডিজিটাল সিগনাল সরাসরি গ্রাহক প্রান্তে অবস্থিত ডিশ এন্টেনাতে প্রেরিত হয় এবং সেট আপ বক্সের মাধ্যমে প্রসেস হয়ে তা গ্রাহকের টিভি পর্দায় প্রর্দশিত হয়।
আাকাশ (Akash DTH) ডিস কি?
ডিটিএইচ (DTH) এর পূর্ণরূপ হল ডিরেক্ট টু হোম। অর্থাৎ সিগনাল সরাসরি স্যাটেলাইট থেকে বাড়িতে আসে। যা আমি একটু আগেই বেলা করেছি। ক্যাবল ডিস লাইন অপারেটররা যেমন ক্যাবল বা তারের মাধ্যমে ডিস লাইন সার্ভিস প্রদান করে Akash DTH সম্পুর্ন আলাদা।
আকাশ ডিটিএইচ এর ক্ষেত্রে স্যাটেলাইট থেকে ডিশ এন্টেনার (LMB ) মাধ্যমে সিগন্যাল set box সেখান থেকে সরাসরি টিভিতে পৌঁছানো হয়। Akash DTH যেহেতু স্যাটেলাইট থেকে গ্রাহকের ঘরের রিসিভারে সরাসরি সিগনাল পৌঁছায় তাই এর নাম দেওয়া হয়েছে ডিরেক্ট টু হোম DTH।
স্যাটেলাইট ভিত্তিক ডিরেক্ট টু হোম বা ডিটিএইচ সার্ভিসই হচ্ছে আকশ ডিস বেক্সিমকো (BEXIMCO) কোম্পানির অধীনস্থ একটি সার্ভিস যা বেক্সিমকো কোম্পানির নিয়ন্ত্রণ করে থাকে।
আপনি যদি আকশ ডিস এর সেবা সূমহ ব্যবহার করতে চান তাহলে আপনার সেট টপ বক্স(Receiver), ডিস, LMB ও কোম্পানি প্রদত্ত বিভিন্ন ধরনের সরঞ্জামের দরকার পড়বে। আকাশ ডিটিএইচ যেহেতু হাই কোয়ালিটির ঝকঝকে ছবি প্রচার করে তাই এর মাধ্যমে টিভি দেখে আপনি পাবেন এক অন্য রকম অনুভুতু।
আরো পড়ুন : বাংলাদেশের সেরা ৫ টি ই-কমার্স সাইট
আকাশ ডিসের দাম কত এবং কি কি কিনতে হবে?
আকাশ ডিস এর দাম বিভিন্ন সময়ে কমে বাড়ে। তবে বর্তমান এটি দাম হচ্ছে ৪৮৯৯ টাকা ১ মাস AKASH স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশন সহ । এই প্যাকেজটি কিনলে আপনি যা যা পাবেন।
দুইটি কানেক্টর
একটি সেট টপ বক্স
এইচডিএমআই ক্যাবল
একটি 10 মিটার কেবল
পাওয়ার সাপ্লাই ইউনিট
সিঙ্গেল পোর্ট এলএনবি
এসেসরিজ সহ একটি ডিস
একটি রিমোট কন্ট্রোল ইউনিট
এটি স্থাপন করার প্রথম পাঁচ দিন বিনামূল্যে দেখতে পারবেন।
আকাশ এর লম্বা প্যাকেজ যেমন 6 বা12 মাসের জন্য রিচার্জ করলে প্রথমবার পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট অফার। আপনি যদি ছয় মাসের জন্য রিচার্জ করেন তাহলে অতিরিক্ত একমাস আপনার জন্য সাবস্ক্রিপশন ফ্রি। আর 12 মাসের জন্য যদি রিচার্জ করেন তাহলে অতিরিক্ত দুইমাস আপনার জন্য সাবস্ক্রিপশন ফ্রি। এই অফারটি পেতে হলে আপনাকে শুধু রিচার্জ করার পরপর Akash DTH হেল্পলাইন তে কল করে জানিয়ে দিতে হবে। Akash DTH হেল্পলাইন নাম্বার 16442, 09609999000 ইমেলঃ [email protected] ।
যেকোন আকাশ এর আয়ত্তাধীন ডিলারের কাছ থেকে একজন নিবন্ধিত সাবস্ক্রাইবার যখন নতুন “আকাশ কাস্টমার প্রিমিসিস ইকুইপমেন্ট” কিনেন, তখন তাকে এক বছরের জন্য রিপেয়ার ও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয়। যার ফলে আগামী এক বছর কোনো সমস্যা হলে সেটি আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস প্রদান করে।একটি মোবাইল নাম্বার দিয়ে এক জন বেক্তি তিনটি আকাশ প্রোডাক্ট কিনতে পারবেন।
আরো পড়ুন : বিশ্বের সেরা ১০ টি সার্চ ইঞ্জিন (Top Ten Search Engine)
যে সমস্ত ডুকুমেন্ট লাগবেঃ
১ কপি পাসপোর্ট সাইজ ছবি
জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট এর ফটোকপি
ডিটিএইচ এর দাম অনেক সময় উঠানামা করে। তাছাড়া বিভিন্ন সময়ে তাদের অফারও থাকে। তাই কেনার আগে অবশ্যই তাদের ওয়েবসাইট চেক করে নিবেন www.akashdth.com
আকাশ টিভি চ্যানেল দাম কত 2022
আকাশ ডিটিএইচ কেনার পর এখন মূল কাজ হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী একটি প্যাকেজ পছন্দ করা। প্রতি প্যাকেজের উপর নির্ভর করবে আপনার মাসিক বিল ও চ্যানেল সংখ্যা।
আকাশ ডিটিএইচ এর বর্তমান প্যাকেজ সুমূহঃ
• আকাশ লাইটঃ এই প্যাকেজে ২০ টি HD চ্যানেল সহ মোট ৮০ টি চ্যানেল পাওয়া যাবে, যার জন্য মাসিক 299 টাকা বিল দিতে হবে।
• আকাশ লাইট প্লাসঃ এই প্যাকেজে ৩০+ টির অধিক HD চ্যানেল সহ মোট ৯৫+ টি চ্যানেল পাওয়া যাবে, যার বিল ৩৫০ টাকা।
• আকাশ স্ট্যান্ডার্ডঃ এই প্যাকেজে ৪৫ টির অধিক HD চ্যানেলসহ মোট ১২৫ টি চ্যানেল পাওয়া যাবে, যার জন্য মাসিক ৪০০ টাকা বিল দিতে হবে।
আকাশ ডিটিএইচ রিচার্জ
আকাশ ডিটিএইচ পেমেন্ট সিস্টেম খুবই উন্নত আপনি বাংলাদেশের প্রচলিত যেকোনো মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগর ইত্যাদি দিয়ে খুব সহজে প্রেমেন্ট করতে পারবেন । মাসিক বিল প্রদানে অবশ্যই আগে থেকেই রিচার্জ করে রাখতে হবে।রিচার্জ করা ছাড়া মাসিক বিল দেওয়া সম্ভব নয়। একাধিক উপায়ে আকাশ ডিটিএইচ রিচার্জ করতে পারবেন। নিচের সমস্ত apps থেকে আকাশ ডিটিএইচ রিচার্জ করা যায়।
• নেক্সাস পে
• নগদ অ্যাপ
• বিকাশ অ্যাপ
• আইপে
• রকেট অ্যাপ
• ইবিএল স্কাই
• জি পে অ্যাপ
• শিওর ক্যাশ অ্যাপ
• বিকাশ ইউএসএসডি
আকাশ ডিস চ্যানেল
আকাশের বিভিন্ন প্যাকেজের উপর ভিত্তি করে চ্যানেল সংখ্যাও ভিন্ন হয়ে থাকে। আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজে সাবস্ক্রাইব করলে ৪০টির অধিক এইচডি চ্যানেল ও মোট ১২০টি চ্যানেল দেখতে পারবেন। আকাশ ডিস এর উল্লেখযোগ্য চ্যানেলসমুহ হলোঃ
• বিটিভি
• সনি সাব
• এনটিভি
• স্টার প্লাস
• সনি ম্যাক্স
• সনি ইন্ডিয়া
• ডিসকভারি
• পোগো টিভি
• পোগো টিভি
• এটিএন বাংলা
• কালার্স এইচডি
• জি বাংলা এইচডি
• দুরন্ত টিভি এইচডি
• ইন্ডিপেনডেন্ট টিভি
• গাজী টিভি এইচডি
• স্টার জলসা এইচডি
• চ্যানেল আই এইচডি
• এশিয়ান টিভি এইচডি
• একাত্তর টিভি এইচডি
• বিবিসি নিউজ এইচডি
• কারটুন নেটওয়ার্ক এইচডি
• ন্যাশনাল জিওগ্রাফি, ইত্যাদি।
আকাশ টিভির সুবিধা
প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণেই ক্যাবল ডিস লাইনে ছবির মান এইচডি পাওয়া যায় না। অনেক টিভি চ্যানেলই এখন HD কোয়ালিটির ভিডিও সম্প্রচার করছে, কিন্তু ক্যাবল ডিস কোনো ভাবেই তা সম্ভব না। আপনি যদি বড় স্ক্রিনের টিভি দেখেন তাহলে ছবি খুব একটা ভালো দেখায় না। DTH প্রযুক্তি আজ এই সমস্যার সমাধান নিয়ে এসেছে।
আকাশ ডিটিএইচ এ পাওয়া যাবে HD কোয়ালিটির ভিডিও এবং সাউন্ড। করতে পারবেন পছন্দের অনুষ্ঠান রেকর্ড। ইচ্ছা মতো চ্যানেল সাজানোর সুযোগ তো থাকছেই। ২৪/৭ কল সেন্টারের মাধ্যমে কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোতে আগামী ৭দিনের প্রোগ্রামের উপর ভিত্তি করে শিডিউল ও গাইড রয়েছে, যা নির্দিষ্ট প্রোগ্রাম অনুসরণ করা অনেকটাই সহজ করে দেয়। আরো রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল এর মতো গুরুত্বপূর্ণ ফিচার, যার মাধ্যমে বাচ্চারা টিভি দেখার সময় যেকোনো চ্যানেল চাইলেই হাইড করে রাখতে পারবেন।