বাংলাদেশের সেরা ৫ টি ই-কমার্স সাইট

বাংলাদেশের সেরা ৫ টি ই-কমার্স সাইট
Spread the love

Rate this post

বাংলাদেশের সেরা ৫ টি ই-কমার্স সাইট। আমাদের বর্তমান জীবন এতটা ইন্টারনেট নির্ভর হয়েছে যে ইন্টারনেট ছাড়া একটা দিন চলা অসম্ভব, আর এই ইন্টারনেটের যুগে অনলাইন কেনাকাটা বা ই-কমার্স সাইট আমাদের দেশে বেড়েছে আধুনিক বিশ্বের সাথে সমান তালে। বিশেষ করে কিশোর-কিশোরী, জব হোল্ডার কিংবা ব্যস্ত মানুষদের কাছে এই অনলাইন কেনাকাটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনলাইন কেনাকাটার সময় আমাদের মাঝে একটা কনফিউশন কাজ করে সব সময় এটা যেমন ঠিক তেমন আমরা নির্দ্বিধায় অনেক সাইটে থেকে পণ্য কিনতে পারি এটাও ঠিক। সে জন্য আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হেব এবং সঠিক ই-কমার্স সাইট খুঁজে বের করতে হেব। এই অনলাইনের যুগে আপনি ই-কমার্স সাইট গুনে শেষ করতে পারবেন না তার মধ্যে থেকে আমরা আপনাদের সুবিধার জন্য ৭ টি ই-কমার্স সাইট নিয়ে এখানে আলোচ না করেছি।

Contents

Daraz.com

Daraz

Daraz.com.bd: লিস্টের ১ নাম্বারে রয়েছে Daraz.com.bd। আপনারা হয়তো জনের যে দারাজ একটি আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস। আমাদের দেশের পাশাপাশি পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং মিয়ানমারেও তাদের কার্যক্রম রয়েছে। এটি ২০১৫ সালে তাদের যাত্রা শুরু করে এবং ২০১৮ সালের মে মাসে আলিবাবা গ্রুপ তাদের কিনে নেয়। সেই থেকে আমাদের দেশে Daraz.com আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে।

Daraz.com আমরা প্রায় সব ধরনের পণ্যই কিনতে পারবো। যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, গৃহসজ্জা, ফ্যাশন, খেলনা, খেলাধুলা, গৃহস্থালীর যন্ত্রপাতি, বাচ্চাদের বিভিন্ন আইটেম, সৌন্দর্য ও স্বাস্থ্যের বিভিন্ন আইটেম এবং আরও অনেক কিছু। অন্যান্যদের মত দারাজেও ক্ষতিগ্রস্ত পণ্যের রিফান্ড পলিসি রয়েছে। পেমেন্ট মেথড হিসেবে রয়েছে ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট / ডেবিট কার্ড, বিকাশ বা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি সুবিধা দিয়ে থাকে।

আরো পড়ুন: 7 টি অনলাইন ব্যবসার আইডিয়া

Rokomari.com

Rokomari

Rokomari.com বা রকমারি ডট কম হচ্ছে বাংলাদেশের একটি অনলাইনভিত্তিক পণ্য কেনার ওয়েবসাইট। এটি ২০১২ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে শুধু বই কিনতে পাওয়া গেলেও বর্তমানে এই সাইটে ডিভিডি, ভিডিও টিউটোরিয়াল, ক্রীড়া সামগ্রী, অন্য রকম বিজ্ঞান বাক্স (বিজ্ঞান পরীক্ষণের কিট), ক্যালকুলেটর, ঘড়ি, পেনড্রাইভ, কম্পিউটারের নানাবিধ যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যও কিনতে পাওয়া যায়। ওয়েবের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও এখানে পণ্য অর্ডার করা যায়।

রকমারি ডট কম হলো অন্যরকম গ্রুপের অন্যরকম ওয়েব সার্ভিসেস লিমিটেড নিয়ন্ত্রণাধীন একটি ই-বাণিজ্য সাইট। আবুল হাসান লিটন, এহতেশামুল শামস রাকিব, জুবায়ের বিন আমিন এবং মোঃ খায়রুল আনামকে সাথে নিয়ে ২০১২ সালের ১৯শে জানুয়ারি মাহমুদুল হাসান সোহাগ এই সাইটটি চালু করেন।শুরুতে শুধু বই বিক্রির সাইট হিসেবে চালু করা হলেও বর্তমানে এই সাইটে ইলেক্ট্রনিক্স সামগ্রী, স্টেশনারী ও অন্যান্য জিনিসপত্রও বিক্রি হয়। ২০১২ সাল থেকেই ক্যাশ অন ডেলিভারি চালু রয়েছে। ১০০টি বই নিয়ে শুরু করা এই অনলাইন বইয়ের দোকানে বর্তমানে দেড় লক্ষাধিক বই আছে। প্রতিদিন প্রায় আড়াই থেকে ৩ হাজার বই বিক্রি হয় এবং বছরে প্রায় ১৫ লক্ষ বই বিক্রি করে প্রতিষ্ঠানটি। শুধুমাত্র বইমেলা ২০২২-এ এই প্রতিষ্ঠানটি কয়েক কোটি টাকার বই বিক্রি করেছে

Bikroy.com

Bikroy

Bikroy.com ওয়েবসাইট সরাসরি কোন পণ্য বিক্রয় প্রতিষ্ঠান নয়। Bikroy.com তৃতীয় পখ হিসেবে কাস্টমারদেরকে নতুন এবং পুরাতন পণ্য ক্রয় এবং বিক্রয় করার সুবিধা দিয়ে থাকে । বিক্রয়.কম ইংরেজি এবং বাংলা ভাষায় উপলব্ধ। বিক্রয়.কম ২০১২ সালে চালু হয়েছিল এবং এতে গাড়ি এবং যানবাহন, সম্পত্তি, ইলেকট্রনিক্স, গৃহ সরঞ্জাম ও ব্যক্তিগত আইটেম, খেলাধুলা এবং শখের আইটেম ও কাজের জন্য ব্যক্তিগত এবং ব্যবসায়িক বিজ্ঞাপনগুলির আলাদা আলাদা বিভাগ রয়েছে। শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলি বিক্রয়.কমে আপলোড করা হয় এবং ৬০ দিনের জন্য সাইটে থাকে। বিক্রয়.কম ইংরেজি এবং বাংলা দুই ভাষায় উপলব্ধ। ২০১২ সালের ১৮ই অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরে সাইটটি স্থানীয় গণমাধ্যমের আলোচনায় আসে।

বিক্রয়.কমের মালিকানা গ্লোবাল টেক ফার্ম-সাল্টসাইড টেকনোলজির। সাল্টসাইড টেকনোলজি একটি সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান, ২০১৫ সালের জানুয়ারিতে কোম্পানিটি সর্বশেষ ৬৫ মিলিয়ন মার্কিন ডলার তহবিল পায়। বর্তমানে, সল্টসাইড টেকনোলজি বাংলাদেশে বিক্রয় ডট কম ছাড়াও ঘানাতে টোনটন ডট কম এবং শ্রীলঙ্কার ইকম্যান.লক হিসাবে শ্রেণীবদ্ধ ওয়েবসাইটগুলি পরিচালনা করছে।

আরো পড়ুন: টিকটক থেকে কিভাবে টাকা আয় করা যায়

Ajkerdeal.com

Ajkerdeal

Ajkerdeal.com বাংলাদেশের সেরা ই-কমার্স সাইটের ৪য় স্থানে রেখেছি। এটি বাংলাদেশ ভিত্তিক প্রথম বাংলা ই-কমার্স সাইট। শুধু তাই ই নয়, এটি বাংলাদেশি মালিকানায় প্রথম ই-কমার্স সাইট। সাইটটি বিডিজবস (Bdjobs) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। সব ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, ফ্যাশন এবং সৌন্দর্য, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, গৃহস্থালী জিনিসপত্র, কাপড়, মোবাইল ফোন, গহনা, খাদ্য সামগ্রী ইত্যাদি এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য তাদের রিফান্ড পলিসি রয়েছে। আর পেমেন্ট মেথড হিসেবে রয়েছে ক্যাশ-অন-ডেলিভারি, ডিবিবিএল ব্যাংকিং, আইপে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, বিকাশ ইত্যাদি।

Foodpanda

Foodpanda

foodpanda.com একটি মোবাইল খাদ্য সরবরাহ বার্লিন ভিত্তিক সংস্থা ডেলিভারি হিরো এসই এর মালিকানাধীন মার্কেটপ্লেস এবং প্রায় 50 টি দেশে কাজ করে। এটি বেশিরভাগ ক্ষেত্রে সক্রিয় এশিয়া প্যাসিফিক, বুলগেরিয়া এবং রোমানিয়া। এটি সদর দফতর বার্লিন, জার্মানী। ফুডপান্ডা বাংলাদেশেও সমান তালে তাদের কার্যক্রম চালাচ্ছে।

পরিষেবাটি ব্যবহারকারীদের স্থানীয় রেস্তোঁরা থেকে নির্বাচন করতে এবং তার মোবাইল অ্যাপ্লিকেশনগুলির পাশাপাশি এর ওয়েবসাইটগুলির মাধ্যমে অর্ডার দেওয়ার অনুমতি দেয়। সংস্থাটি 246 টি শহরে 115,000 এরও বেশি রেস্তোঁরাগুলির সাথে অংশীদারিত্ব করেছে এবং ৮০,০০০ এরও বেশি ডেলিভারি রাইডারদের সাথে কাজ করে।

আরো পড়ুন: ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এবং কোথায় কাজ করবো

পরিশেষে এটাই বলবো যে উপরের সব কয়টি ই-কমার্স সাইট কেনা কাটার জন্য খুবই ভালো এবং সময় উপযুগি। এগুলো ছাড়াও আমাদের দেশে জন প্রিয় আরো কিছু ই-কমার্স সাইট আছে যেগুলো এখানে তুলে ধরলাম। Bagdoom.com, Bdshop.com, PriyoShop.com, ClickBD.com, Othoba.com ইত্যাদি।


Spread the love